উমা মন্ডল


 

মায়োপিয়া এবং....


উমা মন্ডল


১.ধূসর ধূসর দিন,ধূসর ধূসর রাত...
তারারন্ধ্রের ভিতর দিয়ে আলোককণা রেটিনায় পৌছতে পারে না
তার আগেই দাঁড়িয়ে পড়ে ২৫ সেমি.কি বড়জোর ১ মি.দুরত্বে...
যেন অতর্কিতে উৎপত্তি হয়েছে অন্তহীন ব্যবধান,অপরিণত একটি প্রতিবিম্বের জন্ম দিয়ে ফিরে চলে ঈশ্বর!
পড়ে থাকে গুহাজাতক রাত আর নিস্তব্ধ পৃথিবী....

২.চৌকাঠে হোঁচট খেয়ে শুয়ে আছে শক্তিপুঞ্জের ফোটন কণা,
লক্ষণচকের দাগ
পার করতে পারে না বৈঠা-
আর আমি ত্রেতাযুগের এক পরিযায়ী
শীতঘুমের খোলস ভেঙে উঠে বসতে পারছি না!
জল চাই এক ফোঁটা জল...

৩.দীর্ঘ ধূসর ওড়না আমাকে ঘিরে রেখেছে গ্রহণের মত
নেমে আসছে বধির অন্ধকার কপালে,
অনেক খুঁজেছি তন্ন তন্ন করে প্রথম ঘরের রোপণ কাল
পাই নি,কোমরে লুকিয়ে রাখা ভোজালি তলপেটের ওপর বসে গ্যাছে
রক্ত গড়িয়ে পড়ছে,
মতিভ্রম মস্তিষ্ক পান করেছে জীবন ভেবে সেই তরল!
আশ্রয় নিয়েছি ক্লান্ত শরীরে একটি শীতলপাটিতে
এই ওমে ছাই ওড়ে না.....

৪.এই জেলির মতো অক্ষিগোলককে
আজকাল  পর্দা ভাবি,অবসন্ন চোখের পাতা যখন নেমে আসে
দেখি ছায়ার অবয়ব লম্বা লম্বা পা ফেটে হাঁটে।
হঠাৎ বারুদ জ্বলে ওঠে
কে আগুন দিল উপনিষদ?
কঠোর গন্ডী পাক খাইনি মেরুদন্ডে তাই হত্যা!
উড়ছে ছাই এর অক্ষর
তার পঞ্চইন্দ্রিয় দেহতত্ত্ব,
টুকরো টুকরো আমির বিসর্জন ঘটে গেলো.....
প্রতিদিনের এই রিপিট টেলিকাস্ট আর কতদিন
উত্তর দেয়নি নির্জনতা.....

৫.গ্রহণকালের সময় যতো এগোতে থাকে গভীর থেকে গভীরতর হয় ব্যাথা,
সালোকসংশ্লেষের অভাবহেতু বাসী অক্ষরের মৃতদেহও শুকিয়ে যায়
কতোদিন জীবন দ্যাখে নি প্রাচীনতা,
এখানে সবই অতীত....

আলো,আলো,আলো.....
জীবন দেখেছি লুকিয়ে আছে ভীক্ষাপাত্রের মধ্যে!
মাথা নামিয়ে দেখলে বড়ো বাস্তব দেখায় নিজের আকৃতি
আজ খসে গ্যাছে পলিশ করা নকল অধ্যায়,
ফিরে এসো ঈশ্বর
অক্ষরের প্রয়োজন আছে....
      
                             

No comments:

Post a Comment

Facebook Comments