পীযূষকান্তি বিশ্বাস


মধুমেহ

পীযূষকান্তি বিশ্বাস


মধুমেহ -১

দিল্লি হাট থেকে দূরে থেকো
এই বিজলী গ্রীলস থেকে দূরে
নিম গাছ থেকে,
মিঠা আপনাও
মধু, মালতী, পায়েলী


ডিসটর্ট করো, দুমড়ে দাও ,
মুচড়ে দাও, বিনির্মাণ করো
ভিউ সোর্স করে এইচ টি এম এল দেখাও
ফন্ট ভেঙে  দেখাও রস - টইটম্বুর,

আদি থেকে অদ্ভুতে পৌঁছানোর হোম রিমেডি
লেখো, পড়ো, কণ্ঠ নালীর শিরা উপশিরা জেগে উঠুক
টু ফিঙ্গার টেস্ট করা আগে টোটাল কোলাপ্স
হিণ্ডনের জলে নিক্ষিপ্ত করো
শাক্ত মন্ত্রাণাদি

তার মধুমেহ ছিলো


মধুমেহ -২

আসুন জানা যাক মধুমেহ কি ?
আর রক্তচাপ বাড়ার সাথে কি সম্পর্ক
একজন কবির কাছে নিশ্বাস ছোট হয়ে আসার
কি অর্থ দাঁড়ায় !

গৃহবধূ বন্ধু বলেছেন
তৃষ্ণার ক্যালোরি বিতৃষ্ণার টক্সিন
এই সব , আদা, জল , রসুনের কাছে
তুচ্ছাতি তুচ্ছ এই সব দেশী ইলাজ
সকল শূন্যকরে দিতে চাওয়া কবিনীর কাছে কবিতা পায়নি বলে

শেষ দুঃখ ছিলো ,
মধুরবাক্স খোলা হল না তার

মধুমেহ -৩

অথচ ইনবক্স  খুলে রেখে একদিন ভোরবেলা
বুকে একরাশ নৈরাশ্য নিয়ে
মিউটিলেটেড মুখটা

শিয়াল কুত্তা শকুনে খায় কিনা বলে যে
নিজের কাঁধে বয়ে নিয়ে এসেছে নিজেরই লাশ
পুলিশফাড়িতেই পড়ে ঘুমায়

তার লাল কবিতার বইটার ভিতর কি অদ্ভুত
বা কোন উদ্ভট
বা কোন যৌন বা আদি রস আছে কিনা

সত্যিই জানা নেই
এতদিন পরে দেখি কাছাকাছি জমির উপর
কতিপয় কালো মৃত পিপীলিকা

খণ্ডবিখণ্ড পড়ে আছে ।

2 comments:

  1. হুম বোঝা গেল পি্ঁপড়েপুরাণের বিষয় অনুরাগ। কবি দীপঙ্কর দত্ত আবার বেজে উঠলেন।

    ReplyDelete
  2. দারুণ দারুণ ~ সাইকোডলিক ছায়ামান ক্রমশঃ বাড়ছে।বেঁচে থাকছেন না বারবার জন্মাচ্ছে কবি ও চিন্তাবিদ দীপঙ্কর দত্ত

    ReplyDelete

Facebook Comments