অরুণকুমার দত্ত



সুফিকল


অরুণকুমার দত্ত


এক.


শ্বাস নিরোধক পাহাড়েরা ঝুঁকে পড়েছেন
তাই প্রিলিউড কেটে কেটে জমাট রক্তক্ষরণ

নিচে

রজনীপুর         ঢালাও আমলকি বিছানো

এফোনেত্তা, আমাকে সেলাই করে কী পাচ্ছ তুমি!
আমাকে ফোঁড়াই করে কী রাজারাম ফুটাইতেছ!

                                রাঢ়ি
                                লবঙ্গ
                                ক্রিমরুম

অক্টোআলোর নীড়ে লিলিগ্রাম ফুটিয়াছে

এক্ষণে

সাজানো রুবিনা কূর্মটির কৌটো খুলে খাও


দুই.


কুয়াশায় কাঁচি চালিয়ে দিলেই        রঞ্জন এভারেস্ট সাংখ্য
সবখুলে যাবে

জানলায় লিলিক্লক উড়ে গেলে        কুরুর আক্রমণ
                                                   নোভা ও প্যাসিফা

এ বলয় তখন এক হিমানী অক্টোবর

ধৃত ও রাষ্ট্র একযোগে সেলাই হচ্ছে

বীণ বাজানোর সিডনি ও চক্রবর্তী শঙ্করনাথ
তখন শ্রীরাম তাঁতির পাল্লায় উঠে বসেছেন

No comments:

Post a Comment

Facebook Comments