বিজয় ঘোষ

 জন্মদিন


বিজয় ঘোষ

  

সবুজ ছুঁয়েছে আমার জন্মদাগ।যা কিছু পেয়েছি সব-ই
দিয়েছে মা।অথচ মা বলে যাকে চিনি তার পৃথিবীটা
রান্নাঘর আর ঠাকুরঘরের বৃত্তে ঘুরপাক খায় কেবলই।
আমার পৃথিবী মানে তুমি। যেদিন যোনিপথে বেরিয়ে   এসেছি সেদিন যোনি শব্দটি অশ্লীল ছিল না।তোমাকে।
আমাকে।যারা শুধু যৌনাঙ্গ দিয়ে চেনে তাদের জন্যে রয়েছে অপার করুণা।
#
আমার পৃথিবী ততটাই বড় যতটা আমার স্বপ্ন।
আমার পৃথিবী ততটাই প্রসারিত যতটা আমার মা।
#
সবুজ ছুঁয়েছে আমার জন্ম মুহূর্ত।আমি চেয়েছি আলো
এবং সৃষ্টি এবং ভালোবাসা।অথচ পৃথিবী দিয়েছে
আমাকে কয়েকটি চিহ্ন এবং গোলক।আমার জন্মদিন
মানে আমার মায়ের জন্মদিন।আমার জন্মদিন মানে       
আমার মেয়ের জন্মদিন।
#
আজ আমার জন্মদিন।
আজ  পৃথিবীর জন্মদিন।


আমার ঈশ্বরী, লীলাবতী

ঈশ্বর যেহেতু স্বয়ম্ভু, ঈশ্বরের সাথে কথোপকথনে আমি নিম্নগামী নদী...
অথচ ঈশ্বর কেবলই বয়ে চলে নিরবধি
আমি জানিনা জ্ঞাত কিংবা অজ্ঞাতের সুলুক সন্ধান ...
#
জানি শুধু তোমাকে, প্রিয়তমা ।
প্রিয়তমা আমার ... লীলাবতী।
তোমার নিম্ন নাভি,সুদৃঢ় স্তন এবং জিহ্বা আমাকে লালায়িত করে -----
#
আমি সংসারে এক সন্ন্যাসী পুরুষ
বেঁচাকেনা আমার জন্য নয়,নয়  এ' ছলাকলা...
#
আমি কেবল তোমাকে জানি,
তোমাতে লীন,তোমার স্তনে, ঠোঁটে, নিবিড় রোমরাজীতে
#
যে হেতু ঈশ্বরের সঙ্গে পরিচয় নেই
অধুনা তুমিই আমার কামনাঈশ্বরী,লীলাবতী !

No comments:

Post a Comment

Facebook Comments